শান্তি শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তা, সবর্ত্র ,আমরা এই মূল মন্ত্রে বলিয়ান হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রযাত্রায় পথচলা। এই সংঘঠনের মাধ্যমে গ্রামের বিপুল দরিদ্র ,হত দরিদ্র,নিম্ন বিত্ত.বিত্তহীন, জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ পরিকক্লনার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গঠন করা, স্থানীয় নেতৃত্ব সৃষ্টি করা, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বৃব্ধি করা । সারা বছর প্রশিক্ষণ পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন জেলা, প্রতিষ্ঠানে.আনসার ও ভিডিপি একাডেমীতে মৌলিক প্রশিক্ষণ, অস্ত্র চালনা, সমাজ সচেতনতা মূলক এবং পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা ।
ক্রঃ নং | সেবা সমূহ | দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী | সেবা পব্ধতি | সেবা প্রপ্তির প্রয়োজনীয় সময় | সংশ্লিষ্ট বিধিমালা |
০১ | নির্বাচন, পূজা, পরীক্ষা কেন্দ্রে
| জেলা কমান্ড্যান্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা | নির্বাচন, পূজা, পরীক্ষা কেন্দ্রে আইন র্শংখলা রক্ষায়,ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক আনসার ও ভিডিপি সদস্য /সদস্যারা নিরাপত্তার দায়ীত্ব পালন করে থাকেন। | নির্বাচন, পূজা মেয়াদে পরীক্ষা কেন্দ্রে সময় ও সূচী অনুযায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ও কেপি আই.সমূহে সদস্য /সদস্যারা ০৩ বছর। | সদর দপ্তরের প্রনীত নিতিমালা অনুযায়ী। |
০২
| নারী ও শিশু পাচার ,নির্যাতন,এবং বাল্য বিবাহের প্রতিরোধ করন । | জেলা কমান্ড্যান্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা | নারী ও শিশু পাচার নির্যাতন,এবং বাল্য বিবাহের প্রতিরোধ করনে সর্বদাই কাজ করে আসছি । | সারা বছর । | সদর দপ্তরের প্রনীত নিতিমালা অনুযায়ী । |
০৩
| ক্লাব সমিতি গঠন করা ও বিভিন্ন কারিগরি ও পেশা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহন করা । | জেলা কমান্ড্যান্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা | গ্রামে প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/ সদস্যা বাছাই করে ক্লাব সমিতি গঠন করা । আনসার ও ভিডিপি সদস্য সদ্যাদেরকে বিভিন্ন কারিগরি ও পেশা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা । | সর্বোচ্চ ০১ বছর । | সদর দপ্তরের প্রনীত নিতিমালা অনুযায়ী । |
০৪ | বিভিন্ন সরকারী সংস্থা সমূহ, যুব্ধকালীন ও জাতীয় দূর্যোগ কালীন সময়ে ও বেসরকারী সংস্থা সমূহে অংগীভূত আনসার হিসাবে দায়ীত্ব পালন।
জেলা কমান্ড্যান্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা | আনসার সদস্য /সদস্যারা কতৃপক্ষের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সেনা, নৌ, বিমান, বিজিবি ও পুলিশ বাহিনীকে সহায়তা প্রধান । আবেদনের ভিত্তিতে বিভিন্ন কে পি আই, বেসরকারী সংস্থা সমূহে আইন শৃংখলা রক্ষার দায়ীত্ব পালন করে আসছেন । | সর্বোচ্চ ০৩ বছর । | সদর দপ্তরের প্রনীত নিতিমালা অনুযায়ী । |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS