Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারী- বেসরকারী সংস্থায় আনসার অঙ্গীভূতকরণের মাধ্যমে নিরাপত্তা সেবা প্রদান
বিস্তারিত

সেবা প্রদানের পদ্ধতি ঃ 

* সেবা প্রত্যাশী প্রতিষ্ঠান, জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন। 

* আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অর্খাৎ জমি, স্থাপনার দলিলপত্র, বৈধ ব্যবসা সংক্রান্ত কাগজপত্র, নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা জেলা কার্যালয় জমা দিতে হবে। 

* সদর দপ্তর থেকে অনুমোদন প্রাপ্তির পর আনসারদের ০৩ (তিন) মাসের বেতন ভাতার সমপরিমান টাকার ড্রাপট/চেক অগ্রিম হিসাবে জেলা কমান্ড্যান্ট বরাবর জমা দিতে হবে। 

প্রসেসিং ফি ঃ নেই 

সেবার নাম 

আনসার ও ভিডিপি সদস্য হিসেবে পত্যয়নপত্র ইস্যু 

সেবা প্রদানের পদ্ধতি ঃ 

* জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদন। 

* সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্তৃক আবেদন পত্রের উপর লিখিত সুপারিশ। 

* আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা সাপেক্ষে প্রত্যয়ন প্রদান । 

প্রসেসিং ফি ঃ নেই।