Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ
বিস্তারিত

১. গ্রাম ভিত্তিক (অস্ত্রবিহীন) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। 

২. জেলা ভিত্তিক (অস্ত্রসহ) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।

৩. সাধারণ আনসার প্রশিক্ষণ।

৪. কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ

৪.১. বেসিক কম্পিউটার

৪.২. মোটর ড্রাইভিং

৪.৩. ইলেকট্রিশিয়ান

৪.৫. ফ্রিজ ও এসি মেরামত

৪.৬. মোবাইল  ফোনসেট মেরামত

৪.৭. গার্মেন্টস্ প্রশিক্ষণ

৪.৮. সোয়েটার নিটিং

৪.৯. কনস্ট্রাকশন পেইন্টিং

৪.১০. টাইলস্ সেটিং

৪.১১. মেসনরি এন্ড রড বাইন্ডিং

৪.১২. প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং

৪.১৩. অটোমেকানিক্স

৪.১৪. ইলেকট্রি্ক্যাল এন্ড হাউজ ওয়ারিং

৪.১৫. ওয়েলডিং

আর্থিক বছরের শুরুতে প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী উপজেলা হতে প্রাথমিকভাবে বাছাকৃত প্রশিক্ষণার্থীদের জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট উপজেলা হতে প্রাপ্ত তালিকা যাছাই-বাছাই করে চুড়ান্ত তালিকা প্রণয়ন করেন ও প্রশিক্ষণার্থীদের জেলা পর্যায়ে বা বাহিনী কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করা হয় ও সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র বিতরণ করা হয়। 

বয়স ঃ ১৮-৩০ 

উচ্চতা ঃ সাধারণ আনসার প্রশিক্ষণের ক্ষেত্রে 

         ঃ পুরুষ ৫-৬ মহিলা ৫-২

            অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে 

         ঃ  পুরুষ ৫-৪ মহিলা ৫-২

         ঃ  বুকেরে মাপ ৭৫ সে.মি হতে ৮০ সে.মি অর্থাৎ ৩০-৩২

         ঃ  দৃষ্টি শক্তি ৬/৬ 

শিক্ষাগত যোগ্যতা ঃ 

নূন্যতম এস,এস,সি (সাধারণ আনসার, বেসিক কম্পিউটার, মোবাইল ফোনসেট মেরামত ও রক্ষণাবেক্ষণ) 

৮ম শ্রেণী (অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে) 

অন্যান্য যোগ্যতা ঃ (প্রযোজ্য ক্ষেত্রে) 

* ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকেতে হবে। 

* জাতীয় পরিচয়পত্র থাকেতে হবে। 

* বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 

* শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। 

* পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য থাকবে না।